Text size A A A
Color C C C C
পাতা

সাধারণ তথ্য

ধান নদী খাল- এই তিনে বরিশাল। একসময় বরিশালকে প্রাচ্যের ভেনিস বলা হতো। বরিশাল কেন্দ্রীয় কারাগারটি বিভাগীয় শহর বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত। ১৮২৯ সালে জেলা কারাগার হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৭ সালে এটিকে জেলা কারাগার হতে কেন্দ্রীয় কারাগারে রূপান্তরিত করা হয়। কারাগারটির মোট জমির পরিমাণ ২০.৩০ একর। কারাগারের অভ্যন্তরে ০৯.৬০ একর,বহির্ভাগে ০৬.৪০ একর(বাসাবাড়ি, মাঠ ও পুকুর) এবং কাশিপুরস্থ বাগানবাড়িতে ৪.৩০ একর। কারাগারের বন্দি ধারণমতা ৬৩৩ জন(পুরুষ ৬০৩ জন এবং মহিলা ৩০ জন)। কারা হাসপাতালের ধারণমতা- ৫৮ জন।