Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বরিশাল কেন্দ্রীয় কারাগারের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। এ কারাগারে কোন বন্দি অসুস্থ হলে একজন সহকারী সার্জন তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসা করতঃ প্রয়োজনে শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন এবং শেবাচিম হাসপাতাল সরকারীভাবে চিকিৎসা ব্যয় বহন করেন। কোন ব্যাক্তি কারাগারের কর্মকর্তা/কর্মচারী পরিচয় দিয়ে আপনার কাছে চিকিৎসার্থে/কোন কারণে নগদ, মোবাইল ব্যাংকিং কিংবা কোন ব্যাংক একাউন্টের মাধ্যমে অর্থ আদায় করতে চাইলে তাকে অর্থ দানে নিরুৎসাহিত করা যাছে।


Title
সকল গণকর্মচারীর জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়া প্রসংগে
Details

আয়কর আইন, ২০২৩ এর মাধ্যমে সকল গণকর্মচারীর জন্য আয়কর রিটার্ন এবং পরিসম্পদ ও দায়ের বিবরনী দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ২০ তম গ্রেড থেকে শুরু করে যে কোনো গ্রেডের কর্মচারী আয়কর রিটার্ন (পরিসম্পদ ও দায়ের বিবরণীসহ) দাখিলে আইনগতভাবে বাধ্য। বেতন-ভাতাদি পাওয়ার জন্য প্রত্যেক গণকর্মচারীকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বিধান রয়েছে (আয়কর আইন, ২০২৩ এর ২৬৪ ধারা)।

এমতাবস্থায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের সকল কর্মকর্তা/কর্মচারিকে সময়মতো আয়কর রিটার্ন (পরিসম্পদ ও দায়ের বিবরণীসহ) দাখিল করার জন্য আদেশ প্রদান করা হলো। জাতীয় রাজস্ব আহরণে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য।

Images
Attachments
Publish Date
15/04/2025
Archieve Date
15/04/2030