আয়কর আইন, ২০২৩ এর মাধ্যমে সকল গণকর্মচারীর জন্য আয়কর রিটার্ন এবং পরিসম্পদ ও দায়ের বিবরনী দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ২০ তম গ্রেড থেকে শুরু করে যে কোনো গ্রেডের কর্মচারী আয়কর রিটার্ন (পরিসম্পদ ও দায়ের বিবরণীসহ) দাখিলে আইনগতভাবে বাধ্য। বেতন-ভাতাদি পাওয়ার জন্য প্রত্যেক গণকর্মচারীকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বিধান রয়েছে (আয়কর আইন, ২০২৩ এর ২৬৪ ধারা)।
এমতাবস্থায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের সকল কর্মকর্তা/কর্মচারিকে সময়মতো আয়কর রিটার্ন (পরিসম্পদ ও দায়ের বিবরণীসহ) দাখিল করার জন্য আদেশ প্রদান করা হলো। জাতীয় রাজস্ব আহরণে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS