Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বরিশাল কেন্দ্রীয় কারাগারের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। এ কারাগারে কোন বন্দি অসুস্থ হলে একজন সহকারী সার্জন তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসা করতঃ প্রয়োজনে শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন এবং শেবাচিম হাসপাতাল সরকারীভাবে চিকিৎসা ব্যয় বহন করেন। কোন ব্যাক্তি কারাগারের কর্মকর্তা/কর্মচারী পরিচয় দিয়ে আপনার কাছে চিকিৎসার্থে/কোন কারণে নগদ, মোবাইল ব্যাংকিং কিংবা কোন ব্যাংক একাউন্টের মাধ্যমে অর্থ আদায় করতে চাইলে তাকে অর্থ দানে নিরুৎসাহিত করা যাছে।


এক নজরে

        ধান নদী খাল- এই তিনে বরিশাল। একসময় বরিশালকে প্রাচ্যের ভেনিস বলা হতো। বরিশাল কেন্দ্রীয় কারাগারটি বিভাগীয় শহর বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত। ১৮২৯ সালে জেলা কারাগার হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়।


       ০৩ মার্চ ১৯৯৭ সালে এটিকে জেলা কারাগার হতে কেন্দ্রীয় কারাগারে রূপান্তর করা হয়। কারাগারটির মোট জমির পরিমাণ ২১.২০০৭ একর। কারাগারের অভ্যন্তরে জমির পরিমাণ ৯.৬০০ একর, কারা বহিঃস্থ জমির পরিমাণ ৭.৬৮২৬ একর (বাসা বাড়ি, মাঠ ও পুকুর) এবং কাশিপুরস্থ বাগানবাড়িতে জমির পরিমাণ ৩.৯১৮১ একর । যেখানে বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক এর কার্যালয় এবং বাসভবন নির্মাণের প্রস্তাবনা রয়েছে।