ধান নদী খাল- এই তিনে বরিশাল। একসময় বরিশালকে প্রাচ্যের ভেনিস বলা হতো। বরিশাল কেন্দ্রীয় কারাগারটি বিভাগীয় শহর বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত। ১৮২৯ সালে জেলা কারাগার হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়।
০৩ মার্চ ১৯৯৭ সালে এটিকে জেলা কারাগার হতে কেন্দ্রীয় কারাগারে রূপান্তর করা হয়। কারাগারটির মোট জমির পরিমাণ ২১.২০০৭ একর। কারাগারের অভ্যন্তরে জমির পরিমাণ ৯.৬০০ একর, কারা বহিঃস্থ জমির পরিমাণ ৭.৬৮২৬ একর (বাসা বাড়ি, মাঠ ও পুকুর) এবং কাশিপুরস্থ বাগানবাড়িতে জমির পরিমাণ ৩.৯১৮১ একর । যেখানে বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক এর কার্যালয় এবং বাসভবন নির্মাণের প্রস্তাবনা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস